
আন্তর্জাতিক বাঙালি সংস্থা ‘বংকানেক্ট’ একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজ ক্ষেত্রে স্বনামধন্য বাঙালিদের সম্মান জানালেন৷ গত ৮ অক্টোবর ২০২১ শুক্রবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামের স্টেডল হোটেলের গ্যালাক্সিতে এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে দশজন গুণী বাঙালিকে “কৃতী বাঙালি সম্মান ২০২১” পুরস্কারে সম্মানিত করা হয়৷ কবিগানের উন্নতিসাধনকল্পে নিরলস অধ্যবসায় ও গবেষণার জন্য কবিয়াল গণেশ ভট্টাচার্যকে এই পুরস্কার দিয়ে সম্মানজ্ঞাপন করেন আন্তর্জাতিক সংস্থা “বংকানেক্ট”৷ এই সংস্থার তরফে মাননীয়া সুস্মিতা পাত্র বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতিতে পুরস্কার প্রাপকগণের হাতে পুরস্কারগুলি তুলে দেন৷
