কবি কাজী নজরুল ইসলাম বিষয়ক কবিগান..
এই প্রথমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কবিগানের লড়াই অনুষ্ঠিত হল৷ গত ২৬ আগষ্ট বৃহস্পতিবার ঠিক রাত্রি ৯ ঘটিকায় ছায়ানট কলকাতার আয়োজনে এই মনোজ্ঞ কবিগানের অনুষ্ঠানটি পরিবেশিত হল ছায়ানট কলকাতার ফেসবুক পেজ ও গ্রুপে৷ অনুষ্ঠানটি একসাথে সম্প্রচারিত হল “রেডিও নজরুল” ও “নজরুল মেলা”র ফেসবুক পেজেও৷ বর্তমান কোভিড১৯ সংক্রমণকালে দেশবিদেশের সমস্ত অনুষ্ঠানের উদ্যোক্তাগণ ভার্চুয়াল শোয়ের উপর নির্ভরশীল৷ এক্ষেত্রে ছায়ানট কলকাতার সভাপতি মাননীয়া সোমঋতা মল্লিক ও সহকারী আয়োজক কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা মাননীয় স্বাগত গঙ্গোপাধ্যায়ের ভূমিকা প্রশংসনীয়৷
কবি নজরুল রচিত কাব্যগ্রন্থাবলীর নামগুলি দিয়ে ত্রিপদী পয়ার ছন্দে কবিগান গেয়ে বিদ্রোহী কবিকে এক বিশেষ শ্রদ্ধা জানান কবিয়াল গণেশ ভট্টাচার্য৷ কবি নজরুলের প্রয়াণ সপ্তাহকে বিশেষ মহিমান্বিত করার এই পদ্ধতিটি বহু পূর্বেই নির্বাচন করেন যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপের টিম লিডার কবিয়াল গণেশ ভট্টাচার্য৷ যাইহোক, কবির সারাজীবনের কর্মাবলী নিয়ে ছন্দোবদ্ধভাবে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে৷ শ্রোতাদর্শকগণ খুব প্রশংসা করেন এবং দেশবিদেশ থেকে বহু বাহবা ও শুভেচ্ছা বার্তা পান এই নজরুলপ্রেমী কবিয়াল৷
ছায়ানট কলকাতার আয়োজনে কবি নজরুল বিষয়ক কবিগান পরিবেশনার জন্য শংসাপত্র..
Certificate for Kabigaan regarding Kazi Nazrul Islam at Chhayanat Kolkata..