কবিগানে এক বিচিত্র মনসা দর্শন..

কবিয়াল গণেশ ভট্টাচার্য
বাঁকুড়া শহর হতে সোজা দক্ষিণে তালডাংরা-শিমলাপাল-রাইপুর-শিলদা-ঝাড়গ্রাম মুখী রাস্তায় পনের কি.মি. যাওয়ার পর রতনপুর বাজার৷ রতনপুরে প্রবেশ করার ঠিক আধ কি.মি. আগেই পাকা রাস্তার ডানপাশে একটা বটবৃৃৃৃৃৃৃক্ষ এবং সেখান থেকে পশ্চিম দিকাভিমুখে লাল মরামের রাস্তা ধরে চার কি.মি. গেলেই বালিগুমা গ্রাম৷ মাঝারি ধরণের এই বর্ধিষ্ণু গ্রামটিতে দেবী মনসার পূজা এক বড় উৎসব৷ এই উৎসবকে ঘিরে গ্রামবাসীদের কত আশা-আকাঙ্খা, চাওয়া-পাওয়া, খুশীর ছোঁয়া৷
কেনই বা হবে না? এই গ্রামের পূজিতা মাতা যে অন্য স্থানের চেয়ে সম্পূর্ণরূপে স্বতন্ত্র, এখানে নাগজননীর প্রতিমা দেবী দুর্গার প্রতিমার মতো৷ মাতার দক্ষিণে গণেশ ও লক্ষ্মীদেবী এবং বামদিকে সরস্বতী ও কার্তিক বিরাজমান৷ ২০১৪ সালে প্রথম এই বালিগুমা গ্রামে মাতৃৃৃৃৃৃৃৃসদনে কবিগান পরিবেশন করেছিলাম৷ মনসাপূজা আয়োজক কমিটি পুণরায় ২০১৯ সালে আমাদের “যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ” কে কবিগান পরিবেশনের জন্য আহ্বান করেন৷ আয়োজক কমিটির সম্পাদক আমাদের জানান জ্ঞানাবধি তাঁরা মায়ের এরূপ মূর্তিই প্রত্যক্ষ করে আসছেন, আর পূজোটা যে কত বছর ধরে হচ্ছে তার কোন হিসাব নেই৷
জয় নাগমাতা মনসাদেবী
