কবিগানের মাধ্যমে সমাজ সচেতনতার জন্য আনন্দলোক পুরস্কার..
বঙ্গদেশের শ্রেষ্ঠ শিক্ষামূলক ও ঐতিহ্যপূর্ণ লোকগান হল কবিগান৷ এই গান সমাজকে চেতনা দান করে ঐক্য ও উন্নয়ন ঘটায়৷ বিগত আঠাশ বছর ধরে কবিয়াল গণেশ ভট্টাচার্য তার জনপ্রিয় কবিগানের দল “যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ” নিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে এরূপ সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশন করে চলেছেন৷ কয়েকটি প্রধান সামাজিক ব্যাধি যেমন পিতামাতাকে সেবাশুশ্রুষায় সন্তানের অনীহা, কন্যাভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, পণপ্রথা, পরিবেশ দূষণ, বিভিন্ন জলবাহিত রোগ, এডস, পোলিও, কুষ্ঠরোগ প্রভৃৃৃৃৃৃৃৃতি বিষয়ে শ্রোতৃৃৃৃৃৃৃবর্গকে তিনি সজাগ করে চলেছেন৷ তার এই সামাজিক অবদানের জন্য এবিপি গ্রুপের আনন্দলোক ম্যাগাজিন ও অফিসার্স চয়েস কোং তাকে “সালাম বেঙ্গল পুরস্কারে ভূষিত করেছেন৷ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি প্রদান করা হয় শিল্পনগরী দুর্গাপুরের “সৃৃৃৃৃৃৃৃজনী” অডিটোরিয়ামে৷ দর্শকে পরিপূর্ণ প্রেক্ষাগৃৃৃৃৃৃৃৃহে অফিসার্স চয়েসের পক্ষ থেকে শ্রীযুক্ত আনিশ মারিয়া মহাশয় ও আনন্দলোকের পক্ষ থেকে শ্রীযুক্ত শমীক দে মহাশয় তার হাতে পুরস্কার হিসাবে তুলে দেন একটি সুদৃৃৃৃৃৃৃশ্য স্মারক, শংসা পত্র, উত্তরীয় ও একটি দামী মোবাইল ফোন৷ উপস্থিত ছিলেন স্বাগতালক্ষ্ণী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, অগ্নিমিত্রা পাল প্রমুখ বিশিষ্ট বিচারকমণ্ডলী ও অতিথিবৃৃৃৃৃৃৃৃৃৃন্দ৷
A special report on Sangbad Daily newspaper..
SALAM BENGAL Award for Social Awareness through Kabigaan..
The Officers’ Choice Co. and the Anandalok magazine of ABP group has honoured Mr Ganesh Bhattacharyya, a renowned popular Kabigaan artiste, for his contribution of Health, Environment, Science awareness through Kabigaan. Kabigaan is a risible instructive folk song of Bengal. The award has given at Srijonee Auditorium of Durgapur.