আজ ২২ শে শ্রাবণ.. কবিগুরুর প্রয়াণদিবস
কবিগুরু হতদরিদ্র কবিয়ালদের কথা বিশেষভাবে উপলব্ধি করেছিলেন৷ তিনি লিখেছেন—
“আমি যদি পল্লী কৃষকের ঘরে জন্মাতাম, কিম্বা মাঝি, মালো, কর্মকার বা তন্তুবায়ের ঘরে, আর আমার যদি থাকত সহজাত কবিত্বশক্তি তাহলে আমি বড়জোর একটা কীর্তনের বা পাঁচালীর দল খুলতাম অথবা কবিয়ালরূপে গ্রামে গ্রামে গাওনা গেয়ে বেড়াতাম৷ সমাজের প্রতিকূল পরিবেশেই প্রতিহত হত আমার এর চেয়ে বেশী কিছু হওয়ার সম্ভাবনা৷ আমি জানি অনেক সম্ভাবনীয়তার কুঁড়িই এভাবে অকালে ঝরে যায় যেগুলি ফুল হতে পারে না এবং দেখেছিও তেমন দু’দশজন৷”
3 comments on “কবিগুরুর কোমল অন্তরে কবিয়ালগণ..”
Arun kiran Das
কিন্তু আপনি যে ভাবে কবিগান কে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ও সমৃদ্ধ করার জন্য লড়াই করে চলেছেন, ভবিষ্যতে সেটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
গণেশ ভট্টাচার্য
আপনার অনুপ্রেরণায় সাহস পাই৷ শুভকামনা নিরন্তর৷
গণেশ ভট্টাচার্য
আপনাদের আন্তরিক ভালোবাসা ও অনুপ্রেরণায়৷