রামকিঙ্কর বেইজের নামানুসারে আমাদের কবিগানের দলের নামকরণ..
কবিয়াল গণেশ ভট্টাচার্য

বাঁকুড়ার যে দুজন কৃৃৃৃৃৃৃৃতী সন্তানের নামানুসারে আমাদের কবিগানের দলের নামকরণ তাঁরা হলেন বেলিয়াতোড়ের যামিনী রায় ও বাঁকুড়া শহরের যুগীপাড়ার রামকিঙ্কর বেইজ৷
রামকিঙ্কর বেইজ (২৫ মে, ১৯০৬ – ২ অগস্ট, ১৯৮০) ছিলেন আধুনিক ভারতীয় ভাস্কর্যকলার অন্যতম অগ্রপথিক একজন বাঙালি ভাস্কর যিনি আধুনিক পাশ্চাত্য শিল্প অধ্যয়ন করে সেই শৈলী নিজের ভাস্কর্যে প্রয়োগ করেন। তাঁকে ভারতীয় শিল্পে আধুনিকতার জনক ও অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনে করা হয়। রামকিঙ্কর বেইজ ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বাঁকুড়া জেলার যুগীপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন চণ্ডীচরণ বেইজ।
মধ্যকৈশোরে রামকিঙ্কর অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামীদের ছবি আঁকতেন। মেট্রিক ক্লাস পর্যন্ত পড়াশোনা করার পর ষোলো বছর বয়সে তিনি বাঁকুড়ার বিশিষ্ট সাংবাদিক এবং প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের নজরে পড়ে যান। চার বছর পরে তিনি শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আচার্য নন্দলাল বসুর তত্ত্বাবধানে ছাত্র হিসেবে যোগদান করেন৷
১৯৮০ সালের ২ আগষ্ট কলকাতায় এই মহামানবের মৃত্যু হয়। শান্তিনিকেতনে তাঁর মরদেহ দাহ করা হয়েছিল। তিনি হাসপাতালে থাকার সময় তাঁর শেষ ভাস্কর্য দুর্গামূর্তিটি গড়েছিলেন।

এই জগদ্বিখ্যাত মহামানবের নামানুসারে আমাদের কবিগানের দলের নামকরণ করা হয় “যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ”৷ তাঁর মৃৃৃৃৃৃৃৃত্যুদিবসে আমাদের টিমের পক্ষ থেকে শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি৷