Kabigaan and Vidyasagar
কবিগান ও বিদ্যাসাগর
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়৷
কবিগান বিষয়ে পণ্ডিত মহোদয়ের খুব বেশী মন্তব্যের উল্লেখ পাওয়া যায় না৷ তবে তিনি যে কবিগানের অনুরাগী ছিলেন একথা সত্য৷ কবিয়াল ভোলা ময়রা সম্বন্ধে তাঁর একটি মাত্র মন্তব্যই কবিগান বিষয়ক বিভিন্ন গ্রন্থাবলীতে লিপিবদ্ধ আছে৷ উক্ত বিদগ্ধ কবিয়ালের বাগ্মিতায় মুগ্ধ হয়ে পণ্ডিত মহাশয় বলেছিলেন— “বাংলা দেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তার, হুতোম পেঁচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব হওয়া নিতান্ত আবশ্যক৷” এর থেকেই প্রমাণিত তিনি ভোলা ময়রার কবিগান পরিবেশনে মুগ্ধ হয়েছিলেন৷
আজ এই মহামানবের প্রয়াণদিবসে আমাদের যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপের পক্ষ থেকে তাঁর শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই৷
— গণেশ ভট্টাচার্য