কবিগানের স্বাদ পাল্টেছে..
বর্তমানে কবিগান পুরোপুরি মৌখিক। বিষয়বস্তুতে এসেছে পরিবর্তন। পুরাণ সাহিত্যের পাশাপাশি সামাজিক বিষয় ও ক্যারিকেচার পালার অন্যতম বিষয়বস্তু। কয়েকটি জনপ্রিয় পালা হল শ্রীকৃষ্ণ বনাম দুর্যোধন, রাম বনাম রাবণ, শ্রীকৃষ্ণ বনাম গান্ধারী, লক্ষ্মণ বনাম ইন্দ্রজিৎ, কর্ণ বনাম অর্জুন, শাক্ত বনাম বৈষ্ণব, মনসা বনাম চাঁদ সদাগর, রামকৃষ্ণ বনাম বিবেকানন্দ ইত্যাদি। আগেকার দিনে পৌরাণিক বিষয়কে কেন্দ্র করে সারারাত ধরে কবিগানের লড়াই হতো৷ কিন্তু বর্তমানে কর্মব্যস্ত যুবসমাজ কবিগানমুখী হওয়ায় লড়াইয়ের সময় যেমন কমেছে তেমনি পালার বিষয়বস্তুতেও এসেছে পরিবর্তন৷ বর্তমান সমাজে কবিগানের মুখরোচক পালাগুলি হল ভগবান বনাম বিজ্ঞান, ধর্ম বনাম অধর্ম, নারী বনাম পুরুষ, চোর বনাম সাধু, মদ বনাম দুধ প্রভৃৃতি৷ আবার জনকল্যাণ মূলক সরকারি প্রকল্পের বিষয়বস্তুকে অবলম্বন করে কবিগান হচ্ছে যেমন কন্যাশ্রী, ডেঙ্গু প্রতিরোধ, সাক্ষরতা অভিযান, জলের অপচয় বন্ধ করা ইত্যাদি৷
যাইহোক, বর্তমানের উন্নত সভ্যসমাজে কবিগানের সময় ও বিষয়বস্তুর পরিবর্তনের পাশাপাশি অশ্লীলতা ও ব্যক্তিগত আক্রমণও বিদায় নিয়েছে৷ আগেকার দিনে কবিগান ছিল খিস্তি খেউড় জাতীয় আনন্দলাভের মাধ্যম, পরিবেশিত হতো রাজবাটিতে রাজক্রীড়ায়, নেশার আখড়ায়, সেখানে নারীগণের প্রবেশাধিকার ছিল না৷ আজ সেই কবিগান সুশীল মননশীল সমাজের বুকে স্থান পেয়েছে…. আর আমার দৃৃঢ় বিশ্বাস আগামী দিনে সর্বশ্রেষ্ঠ শিক্ষার এই গণমাধ্যমটি পুণরায় সারা বিশ্বে ছড়িয়ে পড়বে৷