কবিগানের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী..
নতুন দিল্লীতে কবিগানের লড়াই..
কবিয়াল গণেশ ভট্টাচার্যঃ
বঙ্গদেশের চিত্তাকর্ষক লোকগান কবিগানের চাহিদা যে ক্রমবর্ধমান এ বিষয়ে আমরা অনেকেই অবগত৷ প্রথম কারণ হিসেবে উল্লেখ্য যে কবিগান বর্তমানে যুগোপযোগী ও পরিবর্তনশীল৷ আমার স্বরচিত কবিগান পাঠক্রমে দু খানি রচনাধর্মী প্রাবন্ধিক প্রশ্ন আছে৷ যথা (ক) “কবিগান কী পরিবর্তনশীল”? — মতামতসহ আলোচনা কর৷ (খ) “কবিগান যুগোপযোগী হওয়া প্রয়োজন”— তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও৷
এ প্রসঙ্গে কবিগানের আবির্ভাবকালে একটু আলোকপাত করা প্রয়োজন৷ কবি ঈশ্বর গুপ্ত তাঁঁর “সংবাদ প্রভাকর” পত্রিকায় ১২৬১ সালের ১অগ্রহায়ণ সংখ্যায় সপ্তদশ শতককে কবিগানের উৎপত্তিকাল ও ‘গোঁজলা গুঁঁই’ কে প্রথম কবিয়াল উল্লেখ করেন৷ অনেক ঐতিহাসিক ও সাহিত্যিক ১৭৬০ থেকে ১৮৩০ খ্রি: সময়কালকে কবিগানের সমৃৃদ্ধি ও প্রাচুর্যপূর্ণ কাল বলে অভিহিত করেছেন৷ সেইসময় হরু ঠাকুর, নিতাই বৈরাগী, ভবানী বেনে, রামবসু ও তারপর ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গী, যজ্ঞেশ্বরী, রমেশ শীল, শেখ গুমানী দেওয়ান প্রমুখ কবিয়ালগণ কবিগানকে এক উচ্চ পর্যায়ে উন্নীত করেন৷ অতপর কবিগানের জনপ্রিয়তায় ক্রমশ: ভাঁটা পড়তে শুরু করে৷ উক্ত প্রখ্যাত কবিয়ালগণের উত্তরসূরিরা হয়তো শ্রোতৃৃবর্গকে নিত্যনতুন যুক্তি—তর্ক—আনন্দে মশগুল রাখতে অপারগ হওয়ার জন্য, নাগরিক জীবনে থিয়েটারের প্রাধান্য বর্ধিত হওয়ায় ও রক, জাজ, ডিস্কোর মত পাশ্চাত্য সঙ্গীতের উদ্ভাবনের ফলে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকা হতে কবিগান ক্রমশ: গ্রামগঞ্জের দিকে ঝুঁঁকতে থাকে৷ বঙ্গের শ্রেষ্ঠ শিক্ষামূলক লোকগান জরাগ্রস্ত হয়ে পড়ে কিন্তু গতায়ুপ্রাপ্ত হয় না৷
বর্তমানে সেই কবিগান ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে ও পশ্চিমবঙ্গ—ঝাড়খণ্ডে ব্যাপকভাবে প্রসারিত হয়ে আলোড়ন সৃৃষ্টি করেছে৷ ভারতের রাজধানী দিল্লীতে কবিগানের ব্যাপক চাহিদা অবাক করার মতো৷ কোন সাংস্কৃৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তারা এখন নিজ অনুষ্ঠান আয়োজনে কবিগানের কথা প্রথমেই বিবেচনা করেন কারণ পাশ্চাত্য ঢপের সঙ্গীত অপেক্ষা মাটির সুরের হ্যাপা কম৷ তাছাড়া কবিগান পঞ্চরসসমন্বিত লোকগান, এ গানে আট থেকে আশি পর্যন্ত আবালবৃৃদ্ধবণিতার জ্ঞানানন্দের বিষয় উপস্থিত৷ যাইহোক, কবিগান পুণরায় সারাবিশ্বে স্বমহিমায় ছড়িয়ে পড়ুক৷
11 comments on “কবিগান ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে ফিরে..”
Sajal Dhibar
কবিগান বাঙলার ঐতিহ্য…
এর অতীত সম্পর্কে পুরোপুরি অবগত নই।
তবে এর ভবিষ্যত কাল আপনাদের হাতে
গণেশ ভট্টাচার্য্য
কবিগান হল বঙ্গের শ্রেষ্ঠ ঐতিহ্যপূর্ণ ও শিক্ষামূলক লোকগান৷ এ বিষয়ে জ্ঞানার্জনের জন্য কিছু পুস্তক পাঠ করা আবশ্যক৷ খুব ভালো লাগবে৷
Papia das
Asadharon prayas
Papia das
গণেশ ভট্টাচার্য্য
অশেষ ধন্যবাদ৷ আপনাদের স্নেহাশীষ ও অফুরন্ত ভালোবাসায় চেষ্টা চালিয়ে যাচ্ছি৷
Jhuma mukherjee.
Bissher darbare kobigan thik jaiga kore nabe.thanks to all participants of kobigan.
গণেশ ভট্টাচার্য্য
অভিভূত হলাম মহাশয়া৷ শুভকামনা রইলো৷
Arun kiran Das
দাদা আপনি এগিয়ে চলুন আমরা আপনার সাথেই আছি। বাংলার এই প্রাচীন ধারাকে আপনি ঠিক পারবেন বিশ্ব দরবারে আবার প্রতিষ্ঠা করতে
গণেশ ভট্টাচার্য্য
ভালোবাসায় আপ্লুত হলাম দাদা৷ শুভকামনা রইলো৷
Arun Kiran Das
Pranaam neben
পরিক্ষীত অধিকারী
বিশ্ব জগতের এক উজ্জ্বল নক্ষত্র আপনি
গণেশ ভট্টাচার্য্য
আপনাদের স্নেহাশীষ ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে যেন হতে পারি৷