কবিগানে জনশিক্ষা ও সমাজ সচেতনতা….
![]() |
একটি দৈনিক খবরের কাগজে বিশেষ প্রতিবেদন…. |
আপনি কি কবিগান শুনেছেন? কবিগান হল বঙ্গদেশের শ্রেষ্ঠ শিক্ষামূলক লোকগান যে গান শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সামাজিক ঐক্য ও উন্নয়ন ঘটায়৷ আর এই মহৎ উদ্দেশ্যে মহতী সভায় কবিগানের মাধ্যমে জনশিক্ষা প্রদানে ব্রতী বাঁঁকুড়ার জনপ্রিয় আধুনিক কবিগানের দল “যামিনী রামকিঙ্কর কবিগান ট্রুপ”৷ বাঁঁকুড়ার দুই কৃৃতী সন্তান যামিনী রায় ও রামকিঙ্কর বেইজ নামাঙ্কিত কবিগানের দলটি বিগত সাতাশ বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে সমাজ সচেতনতামূলক কবিগান পরিবেশন করে চলেছে৷
![]() |
“দেশ” পত্রিকায় (ম্যাগাজিন) বিশেষ প্রতিবেদন.. |
কবিগান দলটির লক্ষ্য হল— কিছু মারাত্মক সামাজিক ব্যাধি.. যেমন পিতা মাতা গুরুজনদের সন্মান না করা, সন্তানের প্রকৃৃত শিক্ষায় অভিভাবকের ঔদাসীন্য, শিশুশ্রম, বাল্যবিবাহ, পনপ্রথা, লিঙ্গ অনুপাত, কন্যাভ্রূণ হত্যা প্রভৃৃতির বিরুদ্ধে প্রতিটি অনুষ্ঠানে আবালবৃৃদ্ধবণিতাকে সজাগ করে তোলা ও বিভিন্ন জলবাহিত রোগ, এইডস, পোলিও, কুষ্ঠ, যক্ষ্মা ইত্যাদির প্রতিকারে শ্রোতৃৃবর্গকে সচেতন করা৷ আর এ কাজে বিশেষ অবদানের জন্য উক্ত কবিগান দলের টিম লিডার চারণকবি গণেশ ভট্টাচার্যকে “সালাম বেঙ্গল” পুরস্কারে ভূষিত করেছেন এ বি পি গ্রুপের ‘আনন্দলোক’ ও ‘অফিসার্স চয়েস’৷
![]() |
‘আনন্দলোক’ ম্যাগাজিনের শংসাপত্র…. |
বর্তমানে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রকৃৃতির খামখেয়ালিপনায় সামাজিক পরিস্থিতি খুব ভয়াল৷ যার ফল আমরা সবাই কমবেশী ভোগ করছি৷ বর্ষাকালে বর্ষা নেই, শীতকালে শীত উধাও, গরম উত্তরোত্তর বেড়েই চলেছে৷ এভাবে চলতে থাকলে পরিবেশের অবস্থা আরও সঙীন হয়ে উঠবে৷ তাই প্রত্যেকের উচিত প্রচুর গাছ লাগানো৷