যামিনী রামকিঙ্কর কবিগান ট্র্যুপ-এর সকল সদস্য
উক্ত কবিগানের দলটির কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠান—#বাঙলা উৎসব— রবীন্দ্রভবন, ভূপাল, মধ্যপ্রদেশ৷ আয়োজনে— মধ্যপ্রদেশ বঙ্গীয় পরিষদ৷#দুর্গোৎসব— নতুনদিল্লী, হরিয়ানা ও উত্তরপ্রদেশ৷#আই সি সি আর প্রোগ্রাম— সত্যজিৎ রায় অডিটোরিয়াম, রবীন্দ্রনাথ টেগোর সেণ্টার, কলকাতা৷ আয়োজনে— বিদেশ মন্ত্রক, ভারত সরকার৷#রাজ্য বিজ্ঞান মেলা— যুবভারতী স্টেডিয়াম, সল্টলেক, কলকাতা৷ আয়োজনে— পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ৷#ইণ্ডিয়া ইণ্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার— সায়েন্সসিটি গ্রাউণ্ড, সল্টলেক, কলকাতা৷ আয়োজনে— আই টি পি ও৷#কলকাতা ইণ্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল— সায়েন্স সিটি, কলকাতা৷#বিধাননগর মেলা— করুণাময়ী, সল্টলেক, কলকাতা৷ আয়োজনে— বিধাননগর পৌরসভা৷#বঙ্গ সংস্কৃৃতি উৎসব— ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চ, কলকাতা৷ আয়োজনে— ভাষা শহীদ স্মারক সমিতি৷#বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃৃতি সম্মেলন— কলেজ স্কোয়ার, কলকাতা৷#উত্তর কলকাতা সংস্কৃতি উৎসব ও বইমেলা— টালা পার্ক সার্কাস ময়দান, কলকাতা৷#বাঁঁকুড়া সংহতি মিলনোৎসব— সুবোধ মল্লিক স্কোয়ার, কলকাতা৷ আয়োজনে— পশ্চিমবঙ্গ সরকার৷#গোবরডাঙ্গা লোক উৎসব— গোবরডাঙ্গা, উ. ২৪ পরগণা৷ আয়োজনে— মিলন সঙঘ ক্লাব৷#লোকসংস্কৃৃতি মেলা— বালি, হাওড়া৷ আয়োজনে— নিক্কণ সাংস্কৃৃতিক সঙস্থা৷#জঙ্গলমহল উৎসব— ঝাড়গ্রাম, প. মেদিনীপুর৷ আয়োজনে— পশ্চিমবঙ্গ সরকার৷#বিষ্ণুপুর মেলা— বিষ্ণুপুর, বাঁঁকুড়া৷ আয়োজনে— পর্যটন বিভাগ৷#মুকুটমণিপুর মেলা— মুকুটমণিপুর, বাঁঁকুড়া৷ আয়োজনে— পর্যটন বিভাগ৷#বিজ্ঞান ও স্বাস্থ্যমেলা— বিধাননগর, দুর্গাপুর, প.বর্ধমান৷ আয়োজনে— দুর্গাপুর সাংস্কৃৃতিক পরিষদ৷#বিদ্যাসাগর মেলা ও বইমেলা— সারেঙ্গা, বাঁঁকুড়া৷#মানভুম মেলা ও বইমেলা— মানবাজার, পুরুলিয়া৷#স্বাস্থ্য মেলা— মানবাজার, পুরুলিয়া৷ আয়োজনে— স্বাস্থ্য বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার৷#লোকসংস্কৃৃতি উৎসব— পটমদা, পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড৷ আয়োজনে— টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেণ্ট৷এছাড়া আরও বিভিন্ন বইমেলা, স্কুল কলেজের অনুষ্ঠান ও সাংস্কৃৃতিক উৎসবে৷
গণেশ ভট্টাচার্য
দিলীপ ব্যানার্জী
নন্দদুলাল বাদ্যকর
পূর্ণচন্দ্র বাদ্যকর
গয়াধর কুন্ডু
অসীম নায়ক